BY- Aajtak Bangla

মেয়েদের সফলতার মন্ত্র, শেখালেন স্বামী বিবেকানন্দ

11th January, 2025

উনবিংশ শতাব্দীর প্রখ্যাত সমাজসংস্কারক ছিলেন স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণ পরমহংসের প্রিয় শিষ্য ছিলেন তিনি।

স্বামী বিবেকানন্দ, ধর্ম, কর্ম, সত্য, সমাজ ও চরিত্র গঠন সংক্রান্ত নিজের চিন্তাভাবনা ও মতামত তাঁর অনুগামীদের মাধ্যমে সমগ্র বিশ্বে ছড়িয়ে দিয়েছেন।

পাশাপাশি নারী সম্পর্কে বিবেকান্দ যে ধারণা পোষণ করতেন, তা সমগ্র নারীজাতিকে এগিয়ে যেতে উৎসাহিত করবে।

আসুন জেনে নিন মহিলাদের নিয়ে স্বামী বিবেকানন্দ কী বলে গিয়েছেন।

জগতে মায়ের স্থান সকলের উপরে, কারণ মাতৃভাবেই সবচেয়ে বেশি নিঃস্বার্থপরতা শিক্ষা ও প্রয়োগ করা হয়।

গোলামীর উপর যে সম্পর্কটা দাঁড়িয়ে আছে, সেটা আবার কখনও ভালো হতে পারে? যেখানে মেয়েদের স্বাধীনতা নেই, সে জাত কখনও উন্নতি করতে পারে না।

একটি রাষ্ট্রের অগ্রগতি জানার সবচেয়ে ভাল উপায় হল সেই রাষ্ট্রে নারীর অবস্থান।

ভারতের জননীই আদর্শ নারী। মাতৃভাবই আদর্শ ও শেষ কথা।

সেই নারীও ধন্য যার চোখে পুরুষ ভগবানের পিতৃভাবের প্রতীক।