29 July,, 2024
BY- Aajtak Bangla
জীবনে সাফল্যলাভ খুবই গুরুত্বপূর্ণ। পড়াশোনা থেকে সম্পর্ক এবং কেরিয়ার- সবক্ষেত্রেই শীর্ষে নিয়ে যেতে হবে।
সাফল্যের জন্য দরকার কঠোর পরিশ্রম। আর সঙ্গে রাখুন স্বামী বিবেকানন্দের জীবনমন্ত্র।
ওঠো , জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এর অর্থ- লক্ষ্যে পৌঁছনো না পর্যন্ত থামবেন না।
জীবনে একটা ভাবনা নাও। সেটাকেই নিজের জীবন করো। সেই সম্পর্কে চিন্তা করো, স্বপ্ন করো। সেই ভাবনা নিয়ে বাঁচুন। সেই ভাবনাকে বাস্তবায়িত করতে শরীরের প্রত্যেকটি অঙ্গকে কাজে লাগাও। এই পথেই সাফল্য আসবে।
সবচেয়ে বড় ধর্ম হল নিজের স্বভাব ও আচরণের প্রতি সৎ থাকা। নিজের উপর বিশ্বাস রাখুন ও এগিয়ে যান।
মহাবিশ্বের সমস্ত শক্তিই আছে আমাদের মধ্যে। আমরাই যদি চোখে হাত রেখে কাঁদি তাহলে তো অন্ধকারই থাকবে।
যে দিন আপনি কোনও সমস্যার সম্মুখীন হবেন না তার মানে ভুল পথে হাঁটছেন। জীবনের লক্ষ্য অর্জনের জন্য বাধা ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।
ওঠো, সাহসী হও, বীর্যবান হও। সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নাও। আপনিই নিজের ভাগ্যের স্রষ্টা।
স্বামী বিবেকানন্দ বলেছেন যে এই পৃথিবী একটা আখড়া। যেখানে নিজেকে শক্তিশালী করতে এসেছেন।
স্বামী বিবেকানন্দ নিজের উপর বিশ্বাস রাখার কথা বলেছেন। হেরে যাওয়ার পরও উঠে দাঁড়াতে হবে। এটাই জীবন। তবেই মিলবে কাঙ্ক্ষিত লক্ষ্য।