8 JANUARY,2025
BY- Aajtak Bangla
শীত প্রায় এসেই গেছে। তাপমাত্রা একেবারে না কমলেও, রাত বা ভোরের দিকে ঠান্ডা হাওয়া থাকে।
অনেক বাড়িতেই উলের হালকা জামাকাপড়, কম্বল বের হয়েছে।
সোয়েটার বা উলের জিনিস ধোওয়ার সময় রোঁয়া উঠতে থাকে৷ ফলে একেবারে পুরনো দেখতে লাগে।
সে কারণে পোশাকগুলি মাত্র কয়েকবার ব্যবহারের পরেই বাতিল করতে হয়।
জানুন, কীভাবে রাখুন সোয়েটার থাকবে একেবারে নতুনের মতো।
চিরুনী দিয়ে আঁচড়ে সোয়েটারের রোঁয়া তুলতে পারেন।
মাস্কিং টেপের সাহায্যেও তুলতে পারেন সোয়েটারের রোঁয়া।
হাফ বালতি জলে ১ কাপ ভিনিগার মিশিয়ে, এরপর সোয়েটার ধুলে রোঁয়ার সমস্যা মিটবে।
পিউমিক স্টোন দিয়ে ঘষলেও সোয়েটারের রোঁয়া উঠে যাবে।