BY- Aajtak Bangla
12 April 2024
গরমে এসি বা ফ্যান ছাড়া চলে না। তাই এই সময় অনেকের বাড়িতেই সবসময় ফ্যান বা এসি চলে।
গরমে আবার যেহেতু সবসময় ফ্যান বা এসি চলে, তাই বিদ্যুতের বিলও বেশি হয়।
তবে ঘরে যদি এসি এবং ফ্যান একসঙ্গে চালান, তা হলে বিদ্যুতের বিল কমে। জেনে নিন... ।
এসি-ফ্যান একসঙ্গে চালালে এসিকে খুব একটা কাজ করতে হয় না। ফলে কম্প্রেসারে চাপ কম পড়ে। ।
ঘরের চারপাশে ফ্যানের হাওয়াই এসির ঠান্ডা হাওয়া টেনে নেয়। ফলে ঘর ঠান্ডাও হয়।
ঘর যেমন ঠান্ডা হবে, তেমনই বিদ্যুতের বিলও কম আসবে।
দেখা গিয়েছে ৬ ঘণ্টা এসি চালালে বিদ্যুৎ খরচ হয় প্রায় ১৪ ইউনিট। সেখানে এসির সঙ্গে ফ্যান চালানো হলে ৬ ঘণ্টায় বিদ্যিুৎ খরচ হবে ৭ ইউনিট।
তাই গরমে এসি চালাতে হলে ফ্যানও চালান। এতে বিদ্যুৎ খরচ সাশ্রয় হবে।