BY- Aajtak Bangla
15 MARCH 2025
অসহ্য গরম থেকে পরিত্রাণ পেতে AC-র জুড়ি মেলা ভার।
এই AC বা এয়ার কন্ডিশনার মেশিনের সঙ্গে অনেকেই সিলিং ফ্যানও চালান। অনেকে আবার শুধুই এয়ার কন্ডিশনার মেশিন চালান।
কেউ কেউ মনে করেন AC-র সঙ্গে ফ্যান চালালে বিদ্যুতের খরচ খানিকটা বাঁচে। কেউ আবার মনে করেন, এই ধারণা সঠিক নয়।
ঠিকটা তবে কী? এই নিয়েই রইল আজকের বিশেষ এই প্রতিবেদন ।
গরমের দাপট বাড়ছে বাংলার সঙ্গে দেশ জুড়ে। শহর থেকে জেলা, দাবদাহ থেকে বাঁচতে আট থেকে আশি সকলের ভরসা AC মেশিন।.
বিশেষজ্ঞদের দাবি, AC-র সঙ্গে সিলিং ফ্যান চালানো হলে ফ্যানটি ঘরের বাতাসের প্রবাহ বাড়িয়ে দেয়। ঘরের লোকজনকে শীতল ও আরামদায়ক একটি অনুভূতি দেয়। . .
AC-র সঙ্গে ফ্যান চালালে বরং বিদ্যুতের সাশ্রয় হয়। তবে এই প্রক্রিয়ায় বিদ্যুতের খরচ বাঁচাতে AC-র তাপমাত্রা ২৪-২৬-এর মধ্যে সেট করতে হবে। . .
সেই সঙ্গে ফ্যানের স্পিডও সর্বনিম্ন রাখতে হবে। সাধারণভাবে ৬ ঘণ্টা AC ব্যবহার করলে ১২ ইউনিট বিদ্যুৎ খরচ হয়।
কিন্তু এসির সঙ্গে ফ্যান চালালে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যুতের খরচ হবে ৬ ইউনিট। অর্থাৎ AC আর ফ্যান একসঙ্গে চালালে বাঁচবে বিদ্যুতের খরচ।