BY- Aajtak Bangla

এসি-র সঙ্গে সিলিং ফ্যান চালালে কি লাভ হবে? জেনে নিন

15 MARCH 2025

অসহ্য গরম থেকে পরিত্রাণ পেতে AC-র জুড়ি মেলা ভার।

গরমে এসি লাগবেই

এই AC বা এয়ার কন্ডিশনার মেশিনের সঙ্গে অনেকেই সিলিং ফ্যানও চালান। অনেকে আবার শুধুই এয়ার কন্ডিশনার মেশিন চালান।

AC-র সঙ্গে সিলিং ফ্যান চালান?

কেউ কেউ মনে করেন AC-র সঙ্গে ফ্যান চালালে বিদ্যুতের খরচ খানিকটা বাঁচে। কেউ আবার মনে করেন, এই ধারণা সঠিক নয়।

কীভাবে বাঁচবে বিদ্যুতের বিল?

ঠিকটা তবে কী? এই নিয়েই রইল আজকের বিশেষ এই প্রতিবেদন

করুন এই কাজ

গরমের দাপট বাড়ছে বাংলার সঙ্গে দেশ জুড়ে। শহর থেকে জেলা, দাবদাহ থেকে বাঁচতে আট থেকে আশি সকলের ভরসা AC মেশিন।.

কিছুদিনের মধ্যেই বাড়বে গরম

বিশেষজ্ঞদের দাবি, AC-র সঙ্গে সিলিং ফ্যান চালানো হলে ফ্যানটি ঘরের বাতাসের প্রবাহ বাড়িয়ে দেয়। ঘরের লোকজনকে শীতল ও আরামদায়ক একটি অনুভূতি দেয়। . .

লাভ হবে কী করলে?

AC-র সঙ্গে ফ্যান চালালে বরং বিদ্যুতের সাশ্রয় হয়। তবে এই প্রক্রিয়ায় বিদ্যুতের খরচ বাঁচাতে AC-র তাপমাত্রা ২৪-২৬-এর মধ্যে সেট করতে হবে। . .

কত রাখা উচিত এসি-র টেম্পারেচার

সেই সঙ্গে ফ্যানের স্পিডও সর্বনিম্ন রাখতে হবে। সাধারণভাবে ৬ ঘণ্টা AC ব্যবহার করলে ১২ ইউনিট বিদ্যুৎ খরচ হয়।

৬ ঘন্টা এসি চালালে কত বিদ্যুৎ পোড়ে?

কিন্তু এসির সঙ্গে ফ্যান চালালে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যুতের খরচ হবে ৬ ইউনিট। অর্থাৎ AC আর ফ্যান একসঙ্গে চালালে বাঁচবে বিদ্যুতের খরচ।

এভাবে বাঁচবে খরচ