BY- Aajtak Bangla

এই গুঁড়ো শুধু দিতে হবে, তাতেই ঘরের টবে ঝাঁকে ঝাঁকে হবে টগর ফুল 

30 August  2024

বাড়িতে নিত্যদিনের পুজোয় টগর ফুল লাগে। 

তাই রোজ টগর ফুলের চাহিদা বেশি থাকে। 

 বাড়ির টবেই টগর ফুল গাছ লাগানো যায়। 

এই পদ্ধতি মানলেই বাড়িতে ঝাঁকে ঝাঁকে টগর ফুল হবে।

টগর গাছের মাটি ভাল করে করতে হবে। 

গাছের গোড়ায় সর্ষের খোল পচা জল ছড়িয়ে দিন। এতে ফুল বেশি হবে। 

টগর গাছে গোবর সার, কেঁচো সার, হাড়ের গুঁড়ো দিলে ফুল বেশি হবে।