17 May, 2024

BY- Aajtak Bangla

ঘন ঘন বাজ পড়লে বন্ধ রাখুন এগুলো, পুড়ে যেতে পারে

কিছুদিন ধরেই বিক্ষিপ্ত বৃষ্টিতেও প্রবল বর্জ্রপাতের ঘটনা ঘটছে। প্রবল শব্দে পড়ছে বাজ। বাজ পড়ে ইলেকট্রিক্যাল যন্ত্র নষ্ট হতে পারে। এই বিপদ কিভাবে এড়ানো যায় এ বিষয়ে রইলো কিছু পরামর্শ।

বাজ পড়ার সময় প্রথমেই সমস্ত যন্ত্রপাতি থেকে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দিন। 

‘আর্থিং’ করা আছে বলে বাজ পড়লেও টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন অক্ষত থাকবে, এ ধারণা একেবারেই ঠিক নয়। ঝুঁকি না নেওয়াই ভালো।

শুধু ফ্রিজ কিংবা টিভি নয়, বজ্রপাতের সময় ওয়াইফাই চালানো থাকলেও সেটা বন্ধ করে দিন। না হলে রাউটার খারাপ হয়ে যেতে পারে।

মোবাইল ফোন চার্জে বসানো থাকলে সঙ্গে সঙ্গে প্লাগ থেকে তা খুলে নিন। 

চার্জ না থাকলেও বজ্রপাতে চার্জ দেওয়ার ঝুঁকি নেবেন না। বাইরে বজ্রবিদ্যুৎ, ঘরে যদি একান্তই ল্যাপটপ চালাতে হয় তা হলে, প্লাগ থেকে খুলে নিয়ে ব্যাটারিতে চালাতে পারেন। 

বাড়িতে ‘লাইটনিং অ্যারেস্টার’ অবশ্যই যেন থাকে এবং সেটা ঠিকঠাক রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও করতে হবে।

ইলেকট্রনিক যন্ত্রপাতি বাঁচাতে হলে বজ্রবিদ্যুৎ চলাকালীন যন্ত্রপাতির সুইচ অফ করে রেখে দেওয়া। ছোট বা বড় কোনও যন্ত্রপাতিই এই সময় চালানো উচিত নয়।

সুইচের অফের পাশাপাশি নিরাপদ থাকতে প্লাগও খুলে রাখতে পারেন। এতে বিদ্যুৎ প্রবাহের ন্যুনতম সম্ভাবনাও আটকানো যায়।