27 April,, 2024
BY- Aajtak Bangla
বর্ষা আসার আগেই বাজ পড়ার সমস্যা শুরু হয়ে গিয়েছে।
বজ্রপাতের সময় কী করা উচিত আর কী করবেন না জেনে নিন এই প্রতিবেদনে
বজ্রপাতের সময় কংক্রিটের ছাদের নীচে চলে যান। জানালার কাচ, টিনের ছাদ, ভেজা জিনিসপত্র এবং লোহার হাতল থেকে নিজেকে দূরে রাখুন।
বজ্রপাতের সময় জলের সংস্পর্শে থাকবেন না। যানবাহনের আয়না ঢেকে রাখুন।
মজবুত ছাদযুক্ত গাড়িতে থাকুন, খোলা ছাদযুক্ত যানবাহনে চড়বেন না। নির্মাণাধীন ভবন, ধাতব শেড, পার্কিং প্লেসে থাকা উচিত নয়। এগুলো নিরাপদ নয়।
কী করবেন না বাজ পড়ার সময় গাছের নীচে দাঁড়াবেন না। টেলিফোন ইত্যাদি বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করবেন না।
দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বা বসে থাকবেন না। কোনও বৈদ্যুতিক খুঁটির কাছে দাঁড়াবেন না।
কোনও কারণে জঙ্গলে বা পার্কে থাকলে সবচেয়ে ছোট গাছের নীচে চলে যেতে হবে। কখনো মাটিতে শুয়ে থাকবেন না।