BY- Aajtak Bangla
2 October 2024
বয়স হলে চুল পেকে যায়। ৩০ পেরোনোর পর অনেকেরই মাথায় সাদা চুল দেখা যায়।
পাকা চুল ঠেকাতে অনেকেই কলপ করেন। কেউ আবার রং করেন চুলে।
তবে কোনওটাই স্থায়ী সমাধান নয়। কলপ বা রং করলে চুলের ক্ষতিও হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, পাকা চুল কালো করার সহজ টোটকা হল তেঁতুল। ।
বিশেষজ্ঞদের মতে, চুলের স্বাস্থ্যের জন্য তেঁতুল খুবই উপকারী। . .
তেঁতুল পাতায় রয়েছে ভিটামিন সি। প্রাকৃতিক ভাবে পাকা চুল কালো করে। . .
তেঁতুল পাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা চুলের গোড়া মজবুত করে।
কীভাবে ব্যবহার করবেন? একটি পাত্রে জল ফুটিয়ে তাতে তেঁতুল পাতা মেশান।
ওই জল ছেঁকে নিয়ে চুলে লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে নিলেই ফল পাবেন।