02 APRIL 2025
BY- Aajtak Bangla
দীর্ঘদিন ব্যবহার করতে করতে কলের পাইপে নোংরা জমে যায়। কলে ময়লা জমলে জলও খুব ধীরে পড়ে।
পাইপ ওয়াশ না করলে এই নোংরা বেরোয় না। এদিকে পাইপ ওয়াশ করা অনেক টাকা-পয়সার ব্যাপার।
তবে এক টাকাও খরচা না করে পরিষ্কার করে নিতে পারেন নোংরা, ময়লা। যদি জানেন এই ট্রিক।
সাধারণ সাবান বা সার্ফ দিয়ে ট্যাপ পরিষ্কার করা যায় না। তাই বন্ধ ট্যাপের মুখ কীভাবে পরিষ্কার করবেন? সেটা জানলেই কাজ হয়ে যাবে।
এর জন্য ১ চামচ টুথপেস্ট, ১ চামচ বেকিং সোডা, ২ বড় চামচ ভিনিগার মেশান। একটি বাটিতে এই তিনটি জিনিস মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন।
ট্যাপ পরিষ্কার করার জন্য এক ধরনের বিশেষ সিরিঞ্জ পাওয়া যায়। টুথপেস্ট, বেকিং সোডা এবং ভিনিগারের মিশ্রণ ওই বিশেষ সিরিঞ্জে ভরে ট্যাপ, শাওয়ার বা জেট স্প্রে পরিষ্কার করুন।
সিরিঞ্জ দিয়ে এই স্প্রে পুশ করলেই ১০ থেকে ১৫ মিনিট পর ট্যাপ চালিয়ে দিন। হরহর করে সব ময়লা বেরিয়ে যাবে।
ট্যাপ পুরনো হয়ে মরচে ধরে গেলে ১টা বড় চামচ নুন, ১ ছোট চামচ বোরাক্স পাউডার, ১ বড় চামচ অলিভ অয়েল মিশিয়ে পেস্ট তৈরি করুন। সব জমাট ময়লা বেরিয়ে যাবে।
সপ্তাহে একবার এটা করলেই পুরনো ট্যাপ ঝকঝকে হয়ে যাবে। সব ময়লা দূর হবে।