BY- Aajtak Bangla

TAXI-কে  বাংলায় কী বলে? শিক্ষিতরাও বলতে পারবেন না

9 APRIL, 2025

চটজলদি নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য আমরা অনেকেই ট্যাক্সিতে চড়ি। গণপরিবহণে ট্যাক্সি খুবই জনপ্রিয়।

ট্যাক্সি

কলকাতায় অসংখ্য ট্যাক্সি ঘোরাফেরা করে প্রতিদিন।

জনপ্রিয় যান

কলকাতায় হলুদ ট্যাক্সি একটা ঐতিহ্যের মতো। কলকাতার একটা প্রতীকও বটে।

কলকাতার ট্যাক্সি

তবে ট্যাক্সিতে তো চড়েন, Taxi-কে বাংলায় কী বলে?

Taxi-র বাংলা কী?

 ইংরেজিতে Taxi শব্দটি এসেছে জার্মান শব্দ Taxanom থেকে।

Taxi শব্দের উৎপত্তি

Taxanom থেকে পরে হয় taximeter শব্দ। উইকিপিডিয়া অনুযায়ী, tax বলতে বোঝাবনো হয়েছে কর বা ভাড়া।

ইতিহাস

ট্যাক্সিতে সাধারণত মিটার থাকে। কোনও যাত্রী কতদূর পর্যন্ত যাচ্ছেন, তার ভিত্তিতে ভাড়া ঠিক করা হয়।

মিটার

তাই বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় ভাড়ায় খাটা মোটরচালিত ছোট যান। যদিও ট্যাক্সির নির্দিষ্ট কোনও বাংলা শব্দ নেই।

বাংলা অনুবাদ

 বাংলাতে সকলে ট্যাক্সি নামেই ডাকেন।

ট্যাক্সির বাংলা