BY- Aajtak Bangla
10 APRIL, 2025
চা-বিস্কুট দিয়ে অনেকেই দিন শুরু করেন। চায়ের সঙ্গে পারফেক্ট কম্বিনেশন হল বিস্কুট।
শুধু সকাল নয়, দিনের যে কোনও সময় চা খেলে অনেকেই সঙ্গে বিস্কুট খান।
চায়ের সঙ্গে বিস্কুট খেতে ভালও লাগে।
জানেন কি, রোজ চায়ের সঙ্গে বিস্কুট খেলে শরীরে কী প্রভাব পড়ে...
বাজারে যে সব বিস্কুট পাওয়া যায়, তা স্বাস্থ্যকর নয়।
রোজ চা-বিস্কুট খেলে হৃদরোগের ঝুঁকি বাড়ে
বিস্কুটে ময়দা ব্যবহার করা হয়, যা পেটের জন্য ক্ষতিকর।
মিষ্টি বিস্কুট বেশি খেলে স্ট্রোকের সমস্যা হতে পারে। বাড়তে পারে ওজন।
রোজ বিস্কুট খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়।