BY- Aajtak Bangla

চায়ের ছাঁকনির কালো দাগ কিছুতেই উঠছে না? রইল পরিষ্কারের উপায় 

18th November, 2024

প্লাস্টিক হোক না স্টিল। চায়ের ছাঁকনির কালো দাগ কিছুতেই উঠতে চায় না।

চায়ের ছাঁকনি দেখলে চা খেতে যেত রুচিতে বাঁধে। কীভাবে সেই চায়ের ছাঁকনি পরিষ্কার করা যেতে পারে? আসুন জেনে নিই। 

অন্য বাসন যেভাবে মাজা হয় সেভাবে ছাঁকনি মাজলে হবে না। সেজন্য ছাঁকনিকে গরম জলে ডুবিয়ে রাখতে হবে। 

প্রায় আধঘণ্টা গরম জলে ভিজিয়ে রাখার পর তা বাসন মাজার সাবান দিয়ে পরিষ্কার করতে হবে। 

অল্প গরম জলে বেকিং সোডা মিশিয়ে তার মধ্যে ছাঁকনি ডুবিয়ে রাখতে হবে। তারপর  পরিষ্কার করলে কালো দাগ উঠে যাবে।

ছাঁকনি পরিষ্কার করার আর একটা ভালো উপায় হল অ্যালকোহল। 

সামান্য অ্যালকোহল ও জল দিয়ে তার মধ্যে ছাঁকনি ডুবিয়ে রাখতে হবে। তাহলেই তা পরিষ্কার হয়ে যাবে। 

সাধারণ সাবান দিয়েও ছাঁকনি পরিষ্কার করা যায়। তবে সেক্ষেত্রে টুথব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে।