BY- Aajtak Bangla

কাদের ঘুম থেকে উঠে চা খেলেই বাড়ে ক্যান্সারের ঝুঁকি?

29 October, 2023

আমাদের দেশে চা এক খুবই জনপ্রিয় পানীয়। সকাল বিকেল শুধু নয় অনেকে তো দিনে বেশ কয়েকবারও চা পান করেন। 

চা খেলে এনার্জি বাড়ে, ক্লান্তি দূর হয় একথা ঠিক। তবে এর অনেক খারাপ দিকও আছে। 

চা পান করলে অনেকের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। 

গবেষকরা জানাচ্ছেন, যাঁরা অতিরিক্ত চা খেয়ে থাকেন, তাঁদের প্রস্টেট ক্যানসারের সম্ভাবনা বেশি থাকে। 

 এই ক্যান্সার হতে পারে প্রাণঘাতী। তাই চা বেশি খাওয়া উচিত নয়। 

যাঁদের বদহজমের সমস্যা আছে তাঁদের চা খাওয়া ঠিক নয়। 

প্রেগন্যান্ট মহিলাদের চা না খাওয়া ভালো। চা খেলে গর্ভপাতের ঝুঁকি থাকে। 

চা-এ ক্যাফেইনজাতীয় পদার্থ থাকে। যাঁদের ঘুমের সমস্যা আছে তাঁদের চা থেকে দূরে থাকা উচিত।

আবার ব্লাড প্রেশারের সমস্যা থাকলেও চা খাবেন না।