5 SEPTEMBER 2024
BY- Aajtak Bangla
সবাই চা খেতে ভালোবাসে। কেউ বেড টি পছন্দ করেন আবার কেউ দিনে বেশ কয়েকবার চা পান করতে পছন্দ করেন।
চায়ের স্টল পাড়ার মোড়ে মোড়ে পাওয়া যাবে এবং এমন অনেক লোকও আছে যারা দিনের মধ্যে দশবার চা পান করবে।
এমন অনেক মানুষ আছেন যারা দিনে ১০-১২ বার চা পান করেন, সঙ্গে থাকে সিগারেট। কিন্তু তারা জানেন না যে এভাবে চা খেলে তাদের শরীরে কী মারাত্মক প্রভাব পড়ে!
বেশি পরিমাণ চা পান করা আপনার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর হতে পারে। এটি এমন একটি অভ্যাস যা আপনার প্রাণ কেড়ে নিতে পারে। অতএব, সময়মতো এই অভ্যাসটি ত্যাগ করাই ভাল।
অনেকেই আছেন যারা চায়ের পাশাপাশি সিগারেটও খেতে পছন্দ করেন। অনেকেই আছেন যাঁদের চায়ের সঙ্গে সিগারেটে সুখ-টান না দিলে চলে না। কিন্তু এই অভ্যাস অত্যন্ত বিপজ্জনক!
এই ধরনের মানুষের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত অনেক সমস্যা শুরু হয়। আপনিও যদি এটি করেন তবে আপনি অনেক গুরুতর রোগে আক্রান্ত হতে পারেন।
চায়ের সঙ্গে সিগারেট খেলে ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায়। একাধিক গবেষণায় দেখা গিয়েছে যে, চায়ের সঙ্গে ধুমপানের অভ্যাস ক্যান্সারের ঝুঁকি প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয়।
চায়ের টক্সিন আর ধুমপানের ফলে নিকোটিনের বিষ একত্রে শরীরে একাধিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়িয়ে দেয়।
নিয়মিত ধূমপানের মতোই অতিরিক্ত গরম চা পানের অভ্যাস খাদ্যনালীর ক্যানসারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।