15 April, 2024
BY- Aajtak Bangla
প্রায় সব বাচ্চাই ছোটবেলায় পড়াশোনা, খেলাধুলা, গান বাজনা অনেক কিছু শেখে।
এর পাশাপাশি আপনি যদি আপনার বাচ্চাকে বাগান করা শেখান তাহলে সে অনেক কিছু শিখতে পারবে।
প্রকৃতির সঙ্গে পরিচয় হওয়া, কীভাবে ফুল ফল হয়ে দেখা এরম অনেক জিনিস সে শিখতে পারবে। আসুন জেনে নেওয়া যাক বাগান করা শিখলে কী কী সুবিধা পাবে সন্তান।
কীভাবে গাছপালা বেড়ে ওঠে তা জানতে পারবে। প্রকৃতির সঙ্গে তাদের একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠবে।
ছোটরা বাগান করতে শিখলে তাঁরা প্রকৃতির মূল্য বুঝতে পারবে এবং পরিবেশ রক্ষা করতে এগিয়ে আসবে।
এছাড়াও কীভাবে একটা গাছ অনেকটা সময় ধরে বেড়ে ওঠে এবং তাতে ফুল ফল আসে তা জানতে পারে। এতে তাদের ধৈর্যশক্তি বৃদ্ধি পাবে।
বাচ্চারা অনেক নতুন কথার সঙ্গে পরিচিত হয়। জল, আলো বাতাস এবং উদ্ভিদ সম্পর্কে জ্ঞান অর্জন কতে পারে। এতে তাদের মধ্যে শেখা ও জানার আগ্রহ সৃষ্টি হয়।
বাচ্চারা নিজের পছন্দের গাছ লাগাতে পারে এবং সেটিকে সুন্দর করে সাজাতে পারে। এতে তাদের মনে নতুন কল্পনা এবং সৃজনশীলতার বিকাশ হয়।