24 May, 2024

BY- Aajtak Bangla

সন্তানের ব্রেন হবে কম্পিউটার, গর্ভে থাকতেই এই জিনিসগুলি করুন

অভিমন্যু মায়ের গর্ভেই শিখেছিল যুদ্ধের পাঠ। গর্ভাবস্থায় মায়ের আচরণের প্রভাব পড়ে সন্তানের উপর। 

ডাক্তাররাও বলেন, গর্ভাবস্থায় ভ্রূণের সঙ্গে কথা বলা জরুরি। জানেন কি গর্ভের শিশুর সঙ্গে কী আচরণ করবেন?

গর্ভের শিশু মায়ের কণ্ঠস্বর শুনতে পায় প্রায় ১৪ সপ্তাহ পরেই। কণ্ঠস্বর সরাসরি শিশুর কাছে পৌঁছয়। মা ও বাবা উভয়েরই দিনে অন্তত ১৫ মিনিট শিশুর সঙ্গে কথা বলা উচিত। 

মস্তিষ্কের বিকাশ- গর্ভাবস্থায় শিশুর মস্তিষ্ক গঠিত হয়। এই সময় সাধারণজ্ঞানের বই পড়ুন। শব্দছক করতে পারেন।  

হিংসা, হানাহানি ও দ্বেষের বই পড়বেন না। কষ্টকাহিনিও পড়বেন না। যুদ্ধের বই পড়লে শিশুর মস্তিষ্কে হিংসার প্রবণতা তৈরি হয়।

হাসিখুশি-সন্তানের সঙ্গে কথা বলুন। মায়ের কথা শুনে শিশু যখন লাথি মারে, তা অনুভব করার পর মায়ের শরীরে অক্সিটোসিন নামে সুখী হরমোন নিঃসৃত হয়। এতে মা খুশি হয়।

আশ্বস্ত করা- মাঝে মাঝে পেটে হাত দিন। তখন শিশু নিরাপদ বোধ করে। গর্ভাবস্থায় শিশু কোনও মানসিক চাপ অনুভব করলে মায়ের স্পর্শ সে উজ্জীবিত হয়। 

শিশুরা বিভিন্ন ভাষা বুঝতে এবং শব্দ মনে রাখতে সক্ষম। তাই নানা ভাষার বই পড়তে পারেন। এতে শিশু লাভবান হবে।

পরিবারকে সময়- স্ত্রী গর্ভবতী হওয়ার পর থেকে স্বামীকে নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। স্ত্রী ও সন্তানের জন্য সময় বের করে হবে।

কীভাবে শিশুর সঙ্গে কথা বলবেন? পেটে নিজের হাত রাখুন। পেটে হালকা মালিশ বা স্নেহ করুন। এই স্পর্শ এবং উষ্ণতা শিশুকে আপনার উপস্থিতি অনুভব করাবে।