BY- Aajtak Bangla

ছোট  থাকতেই বাচ্চাকে এই ৬ আচরণ শেখান, ভাল মানুষ তৈরি হবে গ্যারান্টি 

7 JANUARY, 2025

আচরণেই বংশের পরিচয়- প্রবাদটি হয়তো সবারই জানা। আর এই আচরণই বুঝিয়ে দেয় আপনি মানুষটা কেমন।

আর এই আচরণ বা আদবকেতা ছোট থেকেই শিশুদের শিখিয়ে দিতে হয়।

তবেই বড় হওয়ার পর এই আচরণই অভ্যাসে পরিণত হয়।

তাহলে জেনে নিন শিশুদের কোন ৬ আচরণ শেখানো খুব জরুরি।

কোনো জিনিস শুরুতে নিজে না নিয়ে অন্যকে দেওয়া শিশুকে আচরণ শেখানোর  প্রথম স্তর। যে কোনও জিনিস নিজে না নিয়ে আগে অন্যকে দেওয়া শেখাতে হবে।

ফোনে হোক বা বাড়িতে আসা অতিথি, সুন্দর করে বিনয়ের সঙ্গে কথা বলা শেখানো খুব জরুরি। এটি সুন্দর পারিবারিক শিক্ষার লক্ষণ।

শিশুকে শেখান ধন্যবাদ দিতে। এটি সহজ, কিন্তু শক্তিশালী। শিশুকে এই অভ্যাসে অভ্যস্ত করে তুলুন।

বাড়িতে অতিথি আসলে খেতে বলতে হয়- এই শিক্ষাটি শিশুকে দিন। এটি একটি প্রাথমিক শিক্ষা।

কোনও ভুল করলে তা স্বীকার করে নিয়ে দুঃখিত বা সরি বলা শেখানোটাও খুব জরুরি।

বড়দের কীভাবে সম্মান করা উচিত এটাও ছোট থেকে শিখিয়ে দিলে বড় হয়েই সে আপনার মুখ উজ্জ্বল করবে।