BY- Aajtak Bangla
14 OCTOBER, 2023
যারা পান খেতে পছন্দ করেন, তারা অবশ্যই সুপারির স্বাদ বোঝেন।
সুপারি শরীরে ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে সাহায্য করে।
এখন জেনে নেওয়া যাক সুপারির ছাই দিয়ে ব্রাশ করলে কী কী উপকার পাওয়া যায়।
সুপারির ছাই বানাতে গেলে প্রথমে ১০টা সুপারি আগুনে পুড়িয়ে নিতে হবে।
এরপর এই সুপারিগুলোকে ভালভাবে পিষে নিতে হবে, তৈরি হয়ে যাবে সুপারির ছাই।
সুপারির গুঁড়ো দিয়ে নিয়মিত ব্রাশ করলে দাঁত উজ্জ্বল ও পরিস্কার থাকে।
নিয়মিত সুপারির ছাই দিয়ে ব্রাশ করলে দাঁত ঝকঝকে থাকে, দাঁতের হলদে ভাব কেটে যায়।
এছাড়াও মুখের দুর্গন্ধ দূর হয়।
সুপারির ছাই দিয়ে নিয়মিত ব্রাশ করলে মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ হয়।