BY- Aajtak Bangla
23 APRIL, 2025
দাঁত সাদা হলে দেখতে ভাল লাগে। সকলেই চান যাতে দাঁত ঝকঝক করে।
তবে অনেকের দাঁতেই হলদে ছোপ পড়ে যায়। বার বার দাঁত মাজলেও সেই দাগ যায় না।
যাঁরা ধূমপান করেন, তাঁদেরও দাঁতে ছোপ পড়ে।
বিশেষজ্ঞদের মতে, ঘরোয়া উপায়ে সহজেই দাঁতের হলদেটে ছোপ দূর করতে পারবেন।
নুন আমাদের দাঁতের জন্য খুব উপকারী। পাশাপাশি, সর্ষের তেলও খুব কার্যকরী।
নুন ও সর্ষের তেল দিয়ে ভাল করে দাঁত মাজলে হলদেটে ছোপ দূর হবে।
আঙুলে সামান্য বেকিং সোডা নিয়ে দাঁতে ঘষলেও দাগ-ছোপ দূর হবে।
দিনে দু'বার ভাল করে দাঁত মাজুন। প্রয়োজনে মাউথ ওয়াশ ব্যবহার করুন। এতে দাঁত ভাল থাকবে।