BY- Aajtak Bangla

দাঁতের বিশ্রী হলদে ছোপ দূর হবে নিমেষে, ঘষে নিন রান্নার এই মশলা

23 APRIL, 2025

দাঁত সাদা হলে দেখতে ভাল লাগে। সকলেই চান যাতে দাঁত ঝকঝক করে।

দাঁত

তবে অনেকের দাঁতেই হলদে ছোপ পড়ে যায়। বার বার দাঁত মাজলেও সেই দাগ যায় না।

হলদে ছোপ

যাঁরা ধূমপান করেন, তাঁদেরও দাঁতে ছোপ পড়ে।

ধূমপান

বিশেষজ্ঞদের মতে, ঘরোয়া উপায়ে সহজেই দাঁতের হলদেটে ছোপ দূর করতে পারবেন।

ঘরোয়া উপায়

নুন আমাদের দাঁতের জন্য খুব উপকারী। পাশাপাশি, সর্ষের তেলও খুব কার্যকরী।

নুন

নুন ও সর্ষের তেল দিয়ে ভাল করে দাঁত মাজলে হলদেটে ছোপ দূর হবে।

সর্ষের তেল

আঙুলে সামান্য বেকিং সোডা নিয়ে দাঁতে ঘষলেও দাগ-ছোপ দূর হবে।

বেকিং সোডা

দিনে দু'বার ভাল করে দাঁত মাজুন। প্রয়োজনে মাউথ ওয়াশ ব্যবহার করুন। এতে দাঁত ভাল থাকবে।

দাঁত মাজুন