BY- Aajtak Bangla
26 July 2024
গরম বাড়তেই চারপাশে মশার উপদ্রব শুরু হয়ে গিয়েছে। আর মশা কামড়ালেই বিপদ।
মশার উৎপাত থেকে রেহাই পেতে আমরা নানা ধরনের স্প্রে, কয়েল ব্যবহার করি। কিন্তু সেগুলো মশাকে পুরোপুরি ঘর থেকে বার করতে পারে না।
তাই মশা যাতে ঘরের ত্রিসীমানায় না আসে, তার জন্য কিছু টোটকা মেনে চললেই কাজ দেবে।
ঘরে রাখুন তেজপাতা। তা হলে মশা পালাবে। কারণ তেজপাতার গন্ধ সহ্য হয় না মশার। ।
তবে তেজপাতা বিশেষ কৌশলে ঘরে রাখতে হবে। কীভাবে? জেনে নিন...
তেজপাতাতে ঘি মাখিয়ে নিন প্রথমে। তারপরে কর্পূর নিন।
এবার কর্পূর গুঁড়ো করে নিতে হবে। এবার কোনও পাত্র বা ধুনুচিতে ঘি মেশানো তেজপাতা, কর্পূর গুঁড়ো ঢেলে দিন।
তারপরে ওই মিশ্রণে আগুন জ্বালিয়ে নিলেই ধোঁয়া বেরোবে। ওই ধোঁয়ার গন্ধেই পালাবে মশা।