1 July, 2023
BY- Aajtak Bangla
বাড়িতে উই পোকা লাগলে বিছানা, কাঠের আলমারি সব ধ্বংস করে দেয়।
বর্ষায় বাড়ি বাড়িতে উই পোকা আরও বেশি বেড়ে যায়। ঘরের ভিতর মাটি তুলে ঘর বানায়।
উই পোকাকে সহজে তাড়ানো যায়না। তবে কিছু বিশেষ পদ্ধতি আছে যাতে সহজেই নির্মূল হবে।
উইপোকা তাড়াতে নিমের তেল খুবই উপকারী। নিম তেল একটু ছিটিয়ে দিন মরে যাবে।
হোয়াইট ভিনেগারও উইপোকা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়। আধা কাপ সাদা ভিনেগার নিন এবং এতে ২টি লেবুর রস যোগ করুন, স্প্রে করে দিন।
কর্পূর দিয়ে উই পোকা মারতে পারেন। এর গন্ধ উই সহ্য করতে পারে না।
প্রায় ৬ ফোঁটা লবঙ্গ তেল জলে মিশিয়ে নিন। এরপর এটি স্প্রে করলেও মরবে।
এক কাপ জলে কমপক্ষে 8 ফোঁটা রসুনের তেল এবং ২ ফোঁটা নিম তেল দিন। এরপর এটি স্প্রে করুন।