4 JULY, 2024

BY- Aajtak Bangla

ব্লেডে-লোহায় কেটে গেলেই কি টিটেনাস ইঞ্জেকশন নেওয়া জরুরি?

কেটে গেলে বা ছড়ে গেলেই অনেকে টিটেনাস ইঞ্জেকশন নিয়ে থাকেন। আর যদি লোহায় কেটে যায় তাহলে তো প্রশ্নই নেই। টিটেনাস নিতে ক্লিনিকে যান অনেকে। 

তবে টিটেনাস ইঞ্জেকশন কি নিতেই হয়? আসুন জেনে নিই। প্রথমেই জেনে রাখা ভালো টিটেনাস ইঞ্জেকশন এখন বাচ্চাদের নিয়ম করে দেওয়া হয়। 

১০ বছর বয়স পর্যন্ত শিশুরা টিটেনাস নেয়। এর একটা কোর্স থাকে। ফলে সেই বয়সের মধ্যে যদি কাটে বা ছড়ে তাহলে না নিলেও চলে। 

তবে যদি কোনও শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা কম থাকে তাহলে ডাক্তার দেখিয়ে টিটেনাস নেওয়া উচিত। 

বড়দেরও কেটে যায় অনেক সময়। লোহায় কেটে গেলে বা অন্য কোনওভাবে ছড়ে গেলে টিটেনাস ইঞ্জেকশন নিতে বলা হয়। নেওয়া কি উচিত? 

টিটেনাস ইঞ্জেকশন তখনই নেওয়া উচিত যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। সেজন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। 

যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা আছে কি না তা বাইরে থেকে বোঝা যায় না, তাই ঝুঁকি এড়াতে কাটলেই টিটেনাস নিয়ে থাকেন অনেকে। 

তবে যদি বছরখানেকের মধ্যে টিটেনাস নিয়ে থাকেন তাহলে কেটে গেলে টিটেনাস নেওয়ার প্রয়োজন নেই। 

আসলে ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে টিটেনাসের অ্যান্টিজেন ঢুকিয়ে দেওয়া হয়। সেই অ্যান্টিজেন শরীরে গেলে, পাল্টা প্রতিরোধ গড়ে তোলে শরীর।

তবে টিটেনাস না নিলে সংক্রমণ বা ইনফেকশনের ঝুঁকি থেকে যায়। সেই কারণে ইঞ্জেকশন নেওয়া অবশ্যই নিরাপদ।