BY- Aajtak Bangla
6 May, 2025
সাপকে মানুষ খুবই ভয় পায়। সাধারণত সাপ নিরীহ প্রাণী।
যদিও সাপ তার আত্মরক্ষার অস্ত্র হিসাবে রয়েছে মারাত্মক বিষ। আর এই বিষ শরীরে ঢুকলে তাঁর দফারফা।
মানুষের মধ্যে সাপের আতঙ্ক প্রবল। সকলেই সাপ থেকে দূরে থাকতে চান।
সাপ কিছু গন্ধকে একেবারে সহ্য করতে পারে না। আর এই গন্ধ থাকলে সাপ কাছেও ঘেঁষবে না।
সাপ কেরোসিনের গন্ধ সহ্য করতে পারে না এবং এর কাছেও আসে না।
তাই যে যে জায়গা থেকে সাপ ঢুকতে পারে সেখানে কেরোসিন তেল ছড়িয়ে রাখুন।
এছাড়াও রসুন ও পেঁয়াজের গন্ধ সাপ সহ্য করতে পারে না। এই দুই আমিষ সবজি ছড়িয়ে রাখতে পারেন বাড়িতে।
পুদিনা, লবঙ্গ, তুলসী, দারুচিনি, ভিনেগার, লেবু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অ্যামোনিয়া গ্যাসের গন্ধ সহ্য করতে পারে না সাপ।