29 May, 2023

BY- Aajtak Bangla

IIFA: বাজিমাত আলিয়ার, আর কাদের দাপট বলিউডে?

আইফা অ্যাওয়ার্ডস 2023: আলিয়া ভাট, হৃতিক রোশন সেরা অভিনেতা। 'ব্রহ্মাস্ত্র' সর্বাধিক পুরস্কার জিতল। 

জমকালো এই অনুষ্ঠানে গত বছর মুক্তি পাওয়া বলিউডের ছবি এবং সেগুলোতে কাজ করা অভিনেতা, প্রযুক্তিবিদদের সম্মান দেওয়া হয়।

গত বছরের বিগ বাজেটের ছবি ছিল 'ব্রহ্মাস্ত্র'। ৬টি পুরস্কার জিতল। সঞ্জয় লীলা বনশালীর 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' ৫টি পুরস্কার জিতল।

আলিয়া ভাট, যাঁকে বর্তমানে বলিউডের সেরা অভিনেত্রীদের মধ্যে গণ্য করা হয়, তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন।

'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'-তে আলিয়ার অভিনয় ব্যাপক প্রশংসীত হয়েছিল। সেরা অভিনেত্রীর পুরস্কার সেই প্রতিভারই প্রমাণ।

আলিয়া এই নিয়ে ৪ বার IIFA-এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন। এই রেকর্ড একমাত্র রানি মুখোপাধ্যায়ের রয়েছে।

হৃত্বিক রোশন 'বিক্রম বেধা'ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন।