23 Febuary, 2025
BY- Aajtak Bangla
স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালোবাসা এবং বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে। অনেক সময় দুজনের মধ্যে প্রবেশ করে তৃতীয় ব্যক্তি।
আজকাল বিয়ের পরে পরকীয়া বেড়ে গিয়েছে। নারীরাও প্রতারণা করছেন। কেন মেয়েরা অন্য সম্পর্কে জড়াচ্ছে?
অর্থ- একটি সমীক্ষা বলছে, ভারতে ডিভোর্সের দ্বিতীয় কারণ অর্থসংকট। স্ত্রীর সমস্ত চাহিদা পূরণ করতে স্বামী অক্ষম হলে অন্য পুরুষ ঢুকে পড়ে।
শ্বশুরবাড়ি- ভারতের ডির্ভোসের প্রথম কারণ শ্বশুরবাড়ি। শাশুড়ির অত্যাচারে অনেক মেয়ে স্বামীর সুখ পান না। অন্য বিকল্প দেখেন।
ভালোবাসা ও সম্মানের অভাব- নারীর পৃথিবী খুবই ছোট। পুরো জীবন স্বামী, সন্তান এবং পরিবারকে ঘিরে আবর্তিত হয়। বিনিময়ে সে চায় ভালোবাসা এবং সম্মান।
একজন মহিলা স্বামীর কাছ থেকে ভালোবাসা এবং সম্মান না পেলে পরকীয়ায় জড়ান। সম্পর্কের প্রতি আগ্রহ হারাতে শুরু করেন।
শারীরিক চাহিদা- স্বামী শারীরিক চাহিদা পূরণ করতে না পারলে নারীরা অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হতে পারেন।
সময়ের অভাব- স্বামী কাজের চাপ বা অন্য কোনও কারণে স্ত্রীকে সঠিক সময় দিতে না পারলে সম্পর্ক ঠিক থাকে না। মেয়েরা অন্য পুরুষে আকৃষ্ট হন।
কলহ-অতিরিক্ত ঝগড়া হলে স্বামী-স্ত্রীর সম্পর্ক বিষিয়ে যায়। ফলে নারী অন্য পুরুষের কাছে সুখ খুঁজে নেন।
বিবাহ সম্পর্ক মজবুত রাখতে স্বামীরা স্ত্রীকে সময় দিন। সম্মান করুন নিজের স্ত্রীকে। তাঁর অভাব-অভিযোগের সমাধান করুন।