25 July, 2024
BY- Aajtak Bangla
পেট্রোল পাম্পে পেট্রোল ভরার সময় সতর্ক থাকতে হবে চালককে। চলুন জেনে নেওয়া যাক পেট্রোল পাম্পে গিয়ে কোন ৭ টি ভুল করা একেবারেই চলবে না।
পেট্রোল পাম্পে গিয়ে বাইকে পেট্রোল ভরার সময় ৭টি ভুল যা এড়িয়ে চলা উচিত
পেট্রোলের মান অনেক রকম হতে পারে। কোনটা হাই অকটেন রেটিং যুক্ত, কোনটা লো অকটেন রেটিং যুক্ত। বাইকের জন্য উপযুক্ত পেট্রোল না ভরালে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হতে পারে। কম অকটেন রেটিং যুক্ত পেট্রোল ইঞ্জিনের জন্য ক্ষতিকর আর হাই অকটেন রেটিং যুক্ত পেট্রোল অযথা আর্থিক খরচের কারণ হয়ে উঠতে পারে।
পেট্রোল ভরার সময় বাইকের ইঞ্জিনটি অবশ্যই বন্ধ করে নিতে হবে। ইঞ্জিন চালু থাকলে বিপদের আশঙ্কা থাকে এবং অগ্নিসংযোগের ঝুঁকি বাড়ে। তাই পেট্রোল ভরার সময় ইঞ্জিন বন্ধ রাখা বাধ্যতামূলক।
পেট্রোল ট্যাংক সম্পূর্ণ ভর্তি করা উচিত নয়। অতিরিক্ত পেট্রোল ভরলে বাইকের ট্যাংকের উপরের কিছুটা অংশ ফাঁকা না থাকায় পেট্রোল ছিটকে বাষ্প হয়ে যেতে পারে, যা ইঞ্জিনের জন্য ক্ষতিকর হতে পারে।
পেট্রোল পাম্পে মোবাইল ব্যবহার একেবারেই নিষিদ্ধ। পেট্রোল ভরার সময় ফোনে কথা বললে অগ্নিসংযোগের ঝুঁকি থাকে এবং দৃষ্টি বিভ্রান্তি হতে পারে, যা বড় দুর্ঘটনার কারণ হতে পারে।
পেট্রোল পাম্পে ধূমপান করা নিষিদ্ধ। সামান্য আগুনের ছিটা থেকেও বিস্ফোরণ ঘটতে পারে। তাই পেট্রোল পাম্পের ভিতরে বা আশেপাশে ধূমপান করা একেবারেই উচিত নয়।
পেট্রোল পাম্পে গিয়ে কোন হঠকারি আচরণ করবেন না। তাড়াহুড়ো করলে পরিমাপে ভুল হতে পারে বা সঠিক পেট্রোল নির্বাচন করতেও সমস্যা হতে পারে। ধৈর্য সহকারে পেট্রোল ভরান।
পেট্রোল পাম্পে কোনরকম আবর্জনা ফেলা উচিত নয়। আবর্জনা যদি বাইকের ট্যাঙ্কে ঢুকে যায় তাহলে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া বর্জ্য পদার্থ থেকে বড় কোন দুর্ঘটনাও ঘটতে পারে।