11 May 2025

BY- Aajtak Bangla

 ফ্যানের হাওয়া হবে এসির মতো ঠান্ডা, গোপন ট্রিকস 

গরমে সিলিং ফ্যান কেনার ধুম পড়ে যায়। কারণ পুরোনো ফ্যানের স্পিড কমে যায় বা খারাপ হয়ে যায়।

কোনও কোনও ক্ষেত্রে আবার এমনও দেখা যায়, পুরোনো ফ্যান সারাতে যা খরচ হয়, নতুন ফ্যান প্রায় সেই দামে মেলে। ফলে নতুনের দিকেই যান অনেকে। 

তবে বেশি হাওয়া পেতে হলে নতুন ফ্যান কেনার আগে বেশ কতগুলো বিষয় খেয়াল রাখা দরকার। সেগুলো জেনে নিন। 

নতুন ফ্যান কেনার ক্ষেত্রে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ তা হল ফ্যানের মাপ। ঘরের সাইজ অনুযায়ী ফ্যান কিনতে হয়। মাপের হেরফের হলে ফ্যান কাজে দেয় না। হাওয়া লাগে না গায়ে। 

অনেকে মনে করেন ফ্যানের ব্লেড বেশি থাকলে হাওয়া বেশি হয়। এই ধারণা মোটেও ঠিক নয়। 

বরং ফ্যানের ব্লেড বেশি থাকলে হাওয়া কম খেলে। সেজন্য তিনটি ব্লেড ওয়ালা ফ্যান কেনা ভালো। 

চেষ্টা করুন একটু দামি সংস্থার ফ্যান কেনার। তাহলে তা বেশিদিন টিকে যাবে। আবার হাওয়া বেশি পাবেন। খারাপ হওয়ার সম্ভাবনা কম থাকবে।

কম দামের ফ্যান বাজারে পাওয়া যায়। তবে তা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। সেজন্য একটু বেশি টাকা খরচ করে ফ্যান কিনুন। 

ফ্যান কেনার আগে কোনও ইলেকট্রিশিয়ানের পরামর্শ নিন। তাহলে ঠকবার চান্স কম থাকবে।