BY- Aajtak Bangla
15 October, 2024
মৃত্যুর ঠিক আগের মুহূর্তে মানুষ ঠিক কী কী দেখতে পায়? তার মস্তিষ্কে ঠিক কী কী ছবি ফুটে ওঠে?
দ্য মিররের এক প্রতিবেদনে হোম কেয়ার নার্স জুলি ম্যাকফ্যাডেন রোগীরা মৃত্যুর আগে ঠিক কী কী দেখেছেন, তা জানিয়েছেন।
জুলি জানিয়েছেন, জুলি জানিয়েছেন, অনেক রোগীই মৃত্যুর কয়েকদিন আগে কী দেখেছেন তা জানিয়েছেন। বলার কয়েকদিনের মধ্যেই তাঁদের মৃত্যু হয়।
জুলি জানিয়েছেন, 'মৃত্যুপথযাত্রী রোগীরা প্রায়শই শেষ কয়েক ঘণ্টায় বিশেষ কিছু দৃশ্য দেখতে পান।'
তিনি জানিয়েছেন, 'রোগীরা প্রায়শই মৃত্যুশয্যায় তাঁদের বন্ধু, পরিবারের সদস্য এমনকি পোষ্যদের দেখতে পান। মৃত পরিজনদেরও দেখতে পান তাঁরা।'
জুলি আরও বলেন, 'অনেক রোগী জানিয়েছিলেন, তাঁরা মৃত আত্মীয়দের কথা শুনতে পাচ্ছেন।
অনেকেই এমন শুনেছেন, 'আমরা শীঘ্রই তোমাকে নিতে আসছি' বা, 'চিন্তার কিছু নেই, আমরা তোমার সঙ্গে দেখা করব।'
জুলি জানিয়েছেন, বেশিরভাগ মৃত্যুপথযাত্রীরাই বন্ধু, পরিবারের সদস্য, পোষ্যকে দেখতে পান। খুবই সাধারণ বিষয় এটি।
কিছু গবেষণা অনুযায়ী, মৃত্যুর আগে মানব মস্তিষ্কে রাসায়নিক বিক্রিয়া হতে থাকে। তার প্রভাবে পুরানো স্মৃতি ফিরে আসে তাঁদের।