BY- Aajtak Bangla

আপনি ঠিক কতটা বুদ্ধিমান? রক্তের গ্রুপই বলে দেবে

11 JANUARY, 2025

মানুষের রক্তের গ্রুপ যে তার স্বভাব সম্পর্কে অনেককিছু বলে দিতে পারে, তা কি আপনি জানতেন?

 মজার বিষয় হলেও সত্যি যে, আপনার রক্তের গ্রুপ আপনার স্বভাব বা বৈশিষ্ট্য সম্পর্কে অনেককিছু বলে দিতে পারবে। এমনটাই জানা গেছে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষণা থেকে।

 আপনারও নিশ্চয়ই কৌতুহল হচ্ছে যে, সত্যি রক্তের গ্রুপ মানুষের বৈশিষ্ট্য বলে দিতে পারে কি না? চলুন জেনে নেওয়া যাক-

এ, বি, এবি এবং ও- সাধারণত এই ৪ ধরণের রক্তের গ্রুপের মানুষ দেখতে পাওয়া যায়। এসব রক্তের গ্রুপের বিভিন্ন ইতিবাচক এবং নেতিবাচক বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়।

আপনার রক্তের গ্রুপ আপনার বৈশিষ্ট্য প্রকাশ করে অনেকটাই। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক-

O+ ব্লাড গ্রুপের মানুষেরা স্বাস্থ্যবান, বাকপটু, রোমান্টিক, বাস্তববাদী, বুদ্ধিমান, উচ্চাকাঙ্ক্ষী, স্বচ্ছ দৃষ্টি সম্পন্ন এবং কোনো বিষয়ের উপর গভীর মনোযোগী হয়ে থাকে।

O- ব্লাড গ্রুপের ব্যাক্তিরা সাধারণত নিজেকে ছাড়া অন্য কোনো ব্যক্তির মতামতকে খুব একটা গ্রাহ্য করেনা। এই সব ব্যক্তিরা সবসময় সমাজে নিজেদের মর্যাদা বৃদ্ধি করতে চায়।

A+ ব্লাড গ্রুপের মানুষেরা প্রকৃতিপ্রেমী হয়ে থাকে। এরা তাদের কর্মজীবনে একজন দক্ষ চাকুরে এবং যেকোনো বিষয় নিয়ে খুঁতখুঁতে স্বভাবের হয়ে থাকে। এরা আত্মকেন্দ্রিক, শান্ত, নিয়মতান্ত্রিক, সুবিচারক ও পরিষ্কার-পরিচ্ছন্ন স্বভাবে হয়।

A- ব্লাড গ্রুপের ব্যক্তিগণ যেকোনো বিষয় নিয়ে খুবই খুঁতখুঁতে স্বভাবের হয়ে থাকে। এছাড়া এরা একটু অমনোযোগীও হয় কিন্তু কোনো অপ্রয়োজনীয় বিষয়ে এদের মনোযোগ বেশি লক্ষ্য করা যায়। এরা নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে ও একটু একঘেয়েমি প্রকৃতিরও হয়। এই ধরনের ব্যক্তিদের অন্যদের উপর অভিযোগ বেশি লক্ষ্য করা যায়।

B+ ব্লাড গ্রুপের মানুষেরা স্বাধীনচেতনা, মেধাবী, নমনীয়তা, স্বাস্থ্যবান মনোযোগী, সরল প্রকৃতির, দক্ষতা সম্পন্ন, বাস্তববাদী, পরিকল্পনা করতে সক্ষম, আবেগপ্রবণ ও রোমান্টিক হয়ে থাকে।

B- ব্লাড গ্রুপের মানুষেরা অপরিনামদর্শী, অলস প্রকৃতির, কোন কিছুর প্রতি দায়িত্বজ্ঞানহীন, স্বার্থপর, অগোছালো, অবিবেচক ও অসংযমী হয়ে থাকে।

AB+ ব্লাড গ্রুপের মানুষেরা সাধারনত একজন ভালো সুবিবেচক, বুদ্ধি সম্পন্ন, পরিকল্পনাবাদী ও হিসাবী স্বভাবের হয়ে থাকে।

AB- ব্লাড গ্রুপের ব্যক্তিরা খুব বেশি রক্ষণশীল ও সংবেদনশীল প্রকৃতির হয়ে থাকে। তবে এদের এনার্জি ক্ষমতা খুবই কম থাকে।