BY- Aajtak Bangla

শরীরে সবথেকে বেশি নোংরা জমে এখানেই, না জানলেই ক্ষতি?

শরীরে সবথেকে বেশি নোংরা জমে এখানেই, না জানলেই ক্ষতি?

BY- Aajtak Bangla

22 Jan, 2025

শরীরের বিভিন্ন স্থানে জীবাণু জমে থাকলেও নাভিকে সবচেয়ে অপরিষ্কার স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

নাভি হলো এমন একটি স্থান, যেখানে প্রচুর ব্যাকটেরিয়া বাসা বাঁধে। পরীক্ষায় দেখা গেছে, নাভিতে অন্যান্য অঙ্গের তুলনায় বেশি জীবাণু জমে।

পা, মূত্রনালীর মুখ, বা পায়ুদ্বারের তুলনায় নাভি জীবাণুর বিচারে অনেক বেশি অপরিষ্কার।

নাভিতে শরীর থেকে নির্গত তেল, ঘাম, এবং পোশাক থেকে আসা ময়লা জমে। নিয়মিত পরিষ্কার না করলে এটি দুর্গন্ধ সৃষ্টি করতে পারে।

অপরিষ্কার নাভি সংক্রমণের কারণ হতে পারে। এতে ত্বকের সমস্যা, ফাঙ্গাল ইনফেকশন, বা ব্যাকটেরিয়াল সংক্রমণ দেখা দিতে পারে।

শিশুর জন্মের সময় নাভির সৃষ্টি হয়। এটি আসলে মায়ের শরীর থেকে শিশুকে আলাদা করার জন্য কাটা জায়গা।

নাভি নিয়মিত সাবান এবং পানি দিয়ে পরিষ্কার করা উচিত। পরিষ্কার করার পর শুকনো রাখার দিকেও নজর দেওয়া জরুরি।

নাভিতে যখন তখন হাত দেওয়া উচিত নয়। নাভিতে হাত দিলে সেই হাত না ধুয়ে কিছু খাওয়া বা অন্য কিছু ধরাও উচিত নয়।

অপরিষ্কার হাত নাভিতে দিলে জীবাণু সংক্রমণ হতে পারে। ফলে নাভি সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।