22 Jun, 2024
BY- Aajtak Bangla
কোষ্ঠকাঠিন্য এবং গ্যাসের সমস্যা দেখা দিলে তা থেকে মুক্তি পেতে কালমেঘ খাওয়া শুরু করতে পারেন।
নিয়মিত কালমেঘ সেবন করলে লিভার ড্যামেজের ঝুঁকি অনেকাংশে কমে যায়।
কালমেঘে অ্যান্টি-বায়োটিক গুণাগুণ রয়েছে, যা দেহকে অনেক ধরনের রোগ ও সংক্রমণের হাত থেকে রক্ষা করে।
ক্যান্সার অত্যন্ত বিপজ্জনক রোগ। এটি প্রাথমিক অবস্থায় ধরা না পড়লে তা মারণ আকার ধারণ হতে পারে। এক্ষেত্রে কালমেঘ সেবন করলে ক্যান্সারের ঝুঁকি ধীরে ধীরে কমতে শুরু করে।