10 SEPTEMBER, 2024
BY- Aajtak Bangla
পরকীয়া নিয়ে বিতর্কের অন্ত নেই। পরকীয়াকে সমাজে 'পাপ' হিসেবেই দেখা হয়।
বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে হত্যার ঘটনাও ঘটে আকছার। পরকীয়া মানেই পারিবারিক জীবনে অশান্তি।
সম্প্রতি একটি অনলাইন ডেটিং অ্যাপ বিবাহবহির্ভূত সম্পর্ক বা পরকীয়া নিয়ে একটি সমীক্ষা চালিয়েছে।
সেই সমীক্ষায় কোন কোন পেশার মানুষদের পরকীয়ায় জড়ানোর সম্ভাবনা বেশি, তার একটি তথ্য পাওয়া গিয়েছে।
প্রথমেই যে পেশার মানুষের সংখ্যা উঠে এসেছে, তা হল ডাক্তারি। পরকীয়ায় জড়িতদের মাঝে ২৩ শতাংশ ছিলেন ডাক্তার অথবা নার্স।
দ্বিতীয় স্থানে রয়েছে শিক্ষা ক্ষেত্র। দেখা গিয়েছে, পরকীয়ায় ১২ শতাংশ মহিলাই শিক্ষকতা পেশায় রয়েছেন।
উদ্যোগপতিদের মধ্যেও পরকীয়ার পরিমাণ বেশি। এরপরেই রয়েছে অর্থনীতি পেশার লোকেরা।
ফিন্যান্স সম্পর্কিত চাকরিতে যে সব ব্যক্তিরা রয়েছেন, ৯ শতাংশ পরকীয়ায় জড়িত।
এছাড়া যে পেশাগুলি উঠে এসেছে, তথ্যপ্রযুক্তি, সমাজকর্মী, আইনজীবী, ব্যবসা, শিল্প ও বিনোদন।
সবচেয়ে কম পরকীয়া রাজনীতিতে। ওই ডেটিং অ্যাপ-এর সার্ভে বলছে, রাজনীতিতে যুক্ত ব্যক্তিদের পরকীয়া ১ শতাংশ।