1st January, 2025
BY- Aajtak Bangla
প্রাচীনকাল থেকে হিন্দু মহিলারা স্বামীর জন্য সিঁথিতে সিঁদুর পরেন। সিঁদুরকে মেয়েদের ১৬ সিঙ্গারের মধ্যে একটা মানা হয়।
হিন্দু ধর্মে বলা হয়, সিঁদুরের লাল রং স্বামীর দীর্ঘ জীবনের কামনা করে মহিলারা পরেন।
সিঁদুর বিবাহিত মহিলার প্রতীক যা তাঁরা স্বামীর মঙ্গলকামনা করে পরে থাকেন।
হিন্দু ধর্মে মনে করা হয়, স্ত্রী তাঁর সিঁদুরের শক্তিতে স্বামীকে যে কোনও বিপদ থেকে বাঁচাতে পারেন।
তাই ধর্মে বিবাহিত মহিলাদের বিয়ের পর সিঁদুর পরা রীতি।
তাই জেনেহিন্দু শাস্ত্র মতে, দেবী লক্ষ্মীকে মাথায় বিরাজমান মানা হয়। তাই দেবী লক্ষ্মীকে সম্মান করতে বিবাহিত মহিলারা সিঁথিতে সিঁদুর পরেন।
কিন্তু জানেন কী সিঁথিতে সিঁদুর পরা হয় কোন আঙুল দিয়ে? না জানলে সদ্য বিবাহিত নারীরা জেনে নিন।
বলা হয়, তর্জনী দিয়ে সিঁদুর পরলে শান্তি পাওয়া যায়।
মধ্যমা দিয়ে ধারণ করলে স্বামীর আয়ু বৃদ্ধি পায়।
মাথার এক কোণে চিলতে করে সিঁদুর দিলে স্বামী ও স্ত্রী-র সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয় ৷