13 April, 2025

BY- Aajtak Bangla

বাড়ির আশেপাশে ঘেঁষবে না সাপ-পোকামাকড়, টবে রাখুন এই ৫ গাছ 

অনেকের ঘরেই যখন-তখন ঘরে সাপ ঢুকে পড়ে। কার্বলিক অ্যাসিড রাখলেও রক্ষা মেলে না। 

শুধুমাত্র বাড়ির চারপাশে গাছ রেখেই সাপকে দূরে রাখতে পারবেন। 

এমন ৫টি গাছ আছে, যা ঘরে রাখলে সাপ কাছে ঘেঁষে না। এই গাছগুলির গন্ধ সাপকে দূরে রাখে। 

সাপ তাড়ানো গাছ

গাঁদা ফুল গাছের তীব্র গন্ধ থেকে দূরে থাকে সাপ। বাড়ির সামনে বা বারান্দায় লাগান।

গাঁদা ফুল

এই গাছে সিট্রোনেলা নামক একটি উপাদান থাকে। যা সাপ অপছন্দ করে।  এর সুগন্ধ মশা এবং পোকামাকড়কেও দূরে রাখে।

লেমনগ্রাস

এই গাছের গন্ধে সাপ পালায়। বাড়ির টবে লাগান পুদিনা গাছ।

পুদিনা

এই গাছ থেকে বেরোয় সালফার। এর তীব্র গন্ধ পছন্দ করে না সাপ। বাড়িতে লাগিয়ে রাখুন রসুন গাছ।

রসুন

এই দুই গাছে আছে সালফারের গন্ধ। দূরে রাখে পোকামাকড়। আসে না সাপ।

পেঁয়াজ বা আদা

বাড়িতে জায়গা থাকলে এই গাছ রাখুন। সাপ ধারেকাছে ঘেঁষবে না।

কদম গাছ

বাড়ির আশেপাশে পরিষ্কার রাখুন। সাপ ঢুকবে না।

পরিচ্ছন্নতা