03 March, 2025
BY- Aajtak Bangla
১০টি জিনিসের তালিকা দেওয়া হলো, যেগুলো হোটেল রুমে সবচেয়ে বেশি জীবাণুযুক্ত হতে পারে।
কাচের গ্লাস ও মিনিবারের পাত্র। এগুলো সব সময় ভালোভাবে পরিষ্কার করা হয় না। আগের অতিথিদের ব্যবহারের পর অনেক সময় শুধু জল দিয়ে ধুয়ে রাখা হয়, যা জীবাণুমুক্ত নয়।
টয়লেটের ট্যাপ ও ঝরনার হাতল। এগুলো পরিষ্কার করার জন্য হোটেল কর্মীরা একই কাপড় ব্যবহার করতে পারেন, যা অন্য নোংরা জায়গার জীবাণু ছড়িয়ে দিতে পারে।
হোটেলের বেডশিট ও কভার। প্রতি অতিথির জন্য সব সময় নতুন করে ধোয়া হয় না। তাই এতে ব্যাকটেরিয়া ও জীবাণু থাকতে পারে।
টিভি রিমোট ও লাইটের সুইচ। এগুলো প্রতিদিন পরিষ্কার করা হয় না এবং প্রচুর মানুষ স্পর্শ করে, ফলে জীবাণুর অন্যতম উৎস।
হোটেলের কার্পেট ও মেঝে। বিশেষ করে বাথরুমের মেঝে জীবাণুর আখড়া হতে পারে, কারণ সেখানে নিয়মিত জীবাণুনাশক ব্যবহার করা হয় না।
হোটেলের পর্দা ও সোফা। এগুলো কম পরিষ্কার করা হয়, ফলে ধুলাবালি ও জীবাণু জমে থাকতে পারে।
বাথরুমের তোয়ালে ও বাথরোব। সব সময় ভালোভাবে ধোয়া হয় না বা ঠিকভাবে শুকানো হয় না, যা ব্যাকটেরিয়া জন্মাতে সহায়ক।
হোটেলের ফোন ও ল্যাম্পের সুইচ। এগুলো অতিথিরা নিয়মিত ব্যবহার করেন, কিন্তু অধিকাংশ সময় জীবাণুমুক্ত করা হয় না।
কফি মেকার ও কেটলি। এগুলো পরিষ্কার না করেই পুনরায় ব্যবহার করা হতে পারে, ফলে জীবাণু থেকে যাওয়ার আশঙ্কা বেশি থাকে।
রুমের চাবি বা কার্ড। বহুবার ব্যবহার করা হয় এবং বেশিরভাগ সময় জীবাণুমুক্ত করা হয় না, ফলে হাত থেকে জীবাণু ছড়িয়ে পড়তে পারে।
রুমের চাবি বা কার্ড। বহুবার ব্যবহার করা হয় এবং বেশিরভাগ সময় জীবাণুমুক্ত করা হয় না, ফলে হাত থেকে জীবাণু ছড়িয়ে পড়তে পারে।
কীভাবে সতর্ক থাকবেন? হোটেলে ঢোকার পর রুমের কিছু অংশ জীবাণুনাশক দিয়ে মুছে নিন।