26 Nov, 2024

BY- Aajtak Bangla

প্রতিদিনের এই ৩ অভ্যাসে ধ্বংস হয় বাচ্চাদের বুদ্ধি   

প্রত্যেক মা বাবা চান তাঁর সন্তান যেন বুদ্ধিমান হয়। সেজন্য কোনওকিছুর ঘাটতি রাখতে চান না। 

তবে সন্তানের ভালো করতে গিয়ে মা বাবা এমন কিছু কাজ করে থাকে যাতে শিশুর ক্ষতি হয়। তাদের মাথায় সরাসরি এর প্রভাব পড়ে। 

তার মধ্য়ে অন্যতম হল অতিরিক্ত মিষ্টি বা চিনি খাওয়ানো। চিকিৎসকদের মতে, শিশুকে কখনও ৩ বছর বয়স পর্যন্ত চিনি বা মিষ্টি জাতীয় খাবার খাওয়ানো ঠিক নয়। 

শিশুকে কখনও বেশি নুন জাতীয় খাবারও খাওয়ানো উচিত নয়। এতেও তার ব্রেনে ক্ষতির হয়।

কোনও কোনও মা-বাবা তাঁর সন্তানকে বশে রাখতে ভয় দেখায়। ভূত বা ওই ধরনের কথা বলতে থাকে। এতেও সন্তানের মনে কুপ্রভাব পড়ে। 

কোনও কোনও সন্তান এই ট্রমা থেকে বেরোতে পারে না। তাদের মধ্যে চিরকাল এই ভয় থেকে যায়। সে সিদ্ধান্ত নিতে পারে না।

কথায় কথায় বকা ঝকা বা শাসনও শিশুর মনে কুপ্রভাব ফেলে। এতেও সে বড় হয়ে সিদ্ধান্তহীনতায় ভোগে। 

মা-বাবা সন্তানের সামনে অশান্তি করলেও সন্তানের মনে তার দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে। সে কোনদিকে যাবে বুঝতে পারে না। 

এতে মা ও বাবার প্রতি তার বিরূপ মনোভাব তৈরি হয়। শিশুর মস্তিষ্ক বিকাশের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় এটা।