04 July, 2024
BY- Aajtak Bangla
কলকাতা ও তৎসংলগ্ন বাজার গুলিতে ইলিশ ঢুকে গেছে। অনেক বাজারে কোল্ড স্টোরেজের ইলিশ বিক্রি করছে নতুন দামে।
খাঁটি ইলিশ না পেলে সেই স্বাদও পাবেন না। টাকা দিয়ে ইলিশ কিনবেন, তবে সেই স্বাদ পাবেন না। দোষ হবে ইলিশের।
না, একেবারেই তা নয়,তাজা ইলিশের স্বাদ কখনও নিরাশ করবে না। যদি করে তবে তা তাজা নয়।
খাঁটি ইলিশ খেতে হলে যদি পারেন ডায়মন্ড হারবারের মাছের আরতে চলে যান। সেখান থেকে মনের সুখে ইলিশ কিনে আনুন।
তা যদি না পারেন কলকাতার এই ৪ বাজারে ঢুঁ মারতে পারেন।
১. মানিকতলা বাজার স্থানীয় বাজারে ৭০০-৮০০ গ্রামের চেয়ে বড় ইলিশ আনা হয় না। খরচ করে ক্রেতার সংখ্যা কম বলে। তবে মানিকতলা বাজারে প্রায় প্রতিদিনই ১ কিলো বা তার চেয়েও বেশি ওজনের ইলিশ পেয়ে যাবেন।
২. গড়িয়াহাটের মাছের বাজার দক্ষিণ কলকাতার বাসিন্দা বা আশেপাশে অফিস থাকলে ফিরতি পথে একখাব বা জোড়া ইলিশ কিনে আনতেই পারেন। টাটকা তাজা ইলিশ মাছ কেনার সময় যদি ঠকতে না চান, তা হলে গড়িয়াহাট মার্কেটে চলে যান পেয়ে যাবেন।
৩. হাওড়া মাছের বাজার টাটকা ইলিশ মাছ কিনতে চাইলে হাওড়া মাছের বাজারও সেরা ঠিকানা। হাওড়ার মাছের বাজার দেশের সবচেয়ে বড় মাছের বাজার, যেথানে নানা সাইজের ইলিশ মাছ পাবেন। তাই এখান থেকেও সেরা ইলিশ কিনে আনতে পারেন।
৪. বেহালা এবং ঠাকুরপুকুর বাজার বেহালা এবং ঠাকুরপুকুর বাজারে টাটকা, বেশি ওজনের ইলিশ মাছও পেয়ে যাবেন। তবে গড়িয়াহাট বা মানিকতলা বাজারের চেয়ে এখানে মাছের দাম একটু বেশি। তাই দর করে কিনবেন।