10 NOV, 2024

BY- Aajtak Bangla

BY- Aajtak Bangla

ভারতে এই ৫ কোম্পানির বাইক সবচেয়ে বেশি বিক্রি হয়

এই উৎসবের মরশুমে এক অন্যরকম আভা দেখা গেল টু-হুইলারের বাজারে।

প্রচুর সংখ্যক বাইক বিক্রি হয়েছে উৎসবের মরশুমের শুরুতেই।

সব কোম্পানির বাইকই বিক্রি হয়েছে।

হিরো, যাকে বলা হয় বিশ্বের বৃহত্তম টু-হুইলার নির্মাতা, আবারও একটি দুর্দান্ত বিক্রয় রেকর্ড তৈরি করেছে।

হিরো মোটোকর্প ২০২৪ সালের অক্টোবরে ৫ লাখ ৭৬ হাজার ৫৩২টি নতুন টু-হুইলার বিক্রি করেছে। গত বছরের তুলনায় কোম্পানির বিক্রি বেড়েছে ৩৭.৭৯ শতাংশ।

দ্বিতীয় নম্বরের কথা বললে বিক্রির দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে হোন্ডা। গত মাসে মোট ৫ লাখ ৫৪ হাজার ২৪৯টি ইউনিট বিক্রি করেছে কোম্পানিটি।

গত মাসে সর্বোচ্চ বিক্রির নিরিখে তৃতীয় স্থানে রয়েছে টিভিএস। কোম্পানিটি গত মাসে মোট ৩ লাখ ৫১ হাজার ৯৫০টি নতুন টু-হুইলার বিক্রি করেছে। 

চতুর্থ স্থানে রয়েছে বাজাজ কোম্পানি, যা গত মাসে মোট ২ লাখ ৩০ হাজার ২৫৪টি নতুন টু-হুইলার বিক্রি করেছে। 

এর পাশাপাশি পাঁচ নম্বরে রয়েছে সুজুকি। টু-হুইলারের ভিত্তিতে, সুজুকি দেশের শীর্ষ-৫ টু-হুইলারের তালিকায় জায়গা করে নিয়েছে। গত মাসে কোম্পানিটি ১ লাখ ৬ হাজার ৩৬২টি নতুন টু-হুইলার বিক্রি করেছে।