19 August, 2023
BY- Aajtak Bangla
v
গাছগাছালি ঘরের সৌন্দর্য বাড়ায়। সেই সঙ্গে শরীরকেও ভাল রাখে। মন থাকে সুস্থ।
রাতে গাছের নীচে থাকতে নেই। কারণ কার্বন-ডাই-অক্সাইড ছাড়ে গাছ। তবে কিছু গাছ রাতেও সুবাতাস দেয়।
এমন ৫ গাছ রয়েছে যা ঘরের ভিতরে রাখলে বাড়ে আয়ু। থাকবেন সুস্থও।
এই সব গাছের খুব বেশি দেখাশোনার দরকার। শরীরের জন্য দারুণ উপকারী।
অ্যালোভেরা- পরিচর্যার প্রয়োজন নেই। আয়ু বাড়ায় এই গাছ।
অর্কিড- জাইলিন নামক দূষিত উপাদান দূর করে এই গাছ। ঘর ভরে থাকে সুবাতাসে।
স্নেক প্ল্যান্ট- কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে রাতেও। ঘরের পরিবেশ থাকে স্বাস্থ্যকর।
পিপুল- ডায়বেটিস, কোষ্ঠকাঠিন্য ও হাঁপানি নিয়ন্ত্রণে রাখে এই গাছ।
নিম- এই গাছ প্রাকৃতিক কীটনাশক। শরীর সুস্থ রাখে।