29 AUGUST, 2024

BY- Aajtak Bangla

কলকাতার এই ৫ জায়গা নিরাপদ নয়, কৌতূহলে ভুলেও ঘুরতে আসবেন না

কলকাতাকে সবচেয়ে নিরাপদ শহর বলা হয়। শুধু কলকাতা কেন গোটা বাংলাতেই আতিথেয়তা ও মানুষের মধুর ব্যবহার সকলের মন জয় করে। অতিথি আপ্যায়নে কোনও খামতি রাখে না এখানকার মানুষেরা।

তাই দেশ কিংবা বিদেশী পর্যটনেও কলকাতা তথা পশ্চিমবঙ্গে সকলের নজর কাড়ে। 

কলকাতার বিভিন্ন ধরনের খাবারের প্রকারভেদ, এখানকার সংস্কৃতিও পর্যটকদের নজর কাড়ে। শীতকাল কলকাতা ও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ঘোরার জন্য আদর্শ।

তবে কলকাতা এলে ৫ বিশেষ জায়গা এড়িয়ে যাওয়াই ভালো। কী সেগুলি দেখে নিন।

কলকাতা ঘুরতে এলে না বুঝেশুনে নিষিদ্ধ পল্লীতে যাবেন না। এখানে অনুমতি না নিয়ে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করাও অনুচিত।

কলকাতার নিষিদ্ধ পল্লীগুলির মধ্যে সবথেকে বড় সোনাগাছি। এই এলাকায় প্রায় ১০ হাজার যৌনকর্মীর বাস। 

কালীঘাট- চেতলা ব্রিজ ও কালীঘাট মন্দির সংলগ্ন এলাকায় নিষিদ্ধ পল্লী এড়ান। যদিও এই অঞ্চলে পুলিশি নজরদারি থাকে।

হাড়কাটা গলি- অন্যতম প্রাচীন যৌনপল্লি এটি। কলকাতা মেডিক্যাল কলেজের গলির উল্টোদিকেই।

লেবুতলাতেও একটি ছোট যৌনপল্লী আছে। এই এলাকাতে গেলেও রাস্তা জেনে বুঝে যাবেন।

খিদিরপুরেও একটি নিষিদ্ধ পল্লী আছে। এই এলাকায় গেলে এড়িয়ে যাবেন।