25 December, 2023

BY- Aajtak Bangla

BY- Aajtak Bangla

কোষ্ঠ্যকাঠিন্যে ওষুধের মতো কাজ করে এই ৭টি খাবার

কোষ্ঠ্যকাঠিন্য খুবই সাধারণ সমস্যা। রোজকার খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন করলেই সুরাহা পাবেন।

এর জন্য় আলাদা করে কোনও ওষুধেরও প্রয়োজন নেই। রোজের খাওয়াদাওয়াতে নজর দিলেই হবে। 

শাক: প্রতিটি মরসুমের টাটকা শাক খান। সপ্তাহে অন্তত ২-৩ দিন পাতে শাক রাখুন। 

কলা: রোজ ২টি করে কলা খান।  ফাইবারে ভরপুর। অনেক উপকার পাবেন।

 সবজি: রোজ অন্তত একটি সবজির তরকারি খান। এতে ফাইবারের পাশাপাশি ভিটামিন মিনারেলও পাবেন।

খোসাসহ ডাল: সাধারণের বদলে খোসাসহ মুগ, মুসুর ডাল কিনুন। এতে ফাইবার অনেক বেশি। 

ঘি: শরীরে ফ্যাটও গুরুত্বপূর্ণ। ঘি-মাখনের ফ্যাট কোষ্ঠকাঠিন্যের সমস্যায় সাহায্য করে। তবে খুব বেশি পরিমাণে না খাওয়াই ভাল।

আটার রুটি: লাল আটার রুটিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে রোজ রুটি খাওয়া শুরু করুন।

ছাতু: ছাতুতেও অনেক ফাইবার থাকে। তবে একটু লালচে, ভুষিসহ ছাতু কিনবেন। রিফাইন্ড ছাতু কিনবেন না।