8 FEBRUARY, 2025
BY- Aajtak Bangla
BY- Aajtak Bangla
প্রেমানন্দ মহারাজের বাণী উপদেশ জীবনে সঠিক দিশা দেখায়।
তাঁর কথায় জীবনের ভাল-মন্দের বিচারবোধ জন্মায়।
প্রেমানন্দ মহারাজ বলেন, কোন কোন অভ্যাস মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়।
তিনি বলেন, যারা নিজের প্রশংসা নিজেরাই করেন তাদের পুণ্য নষ্ট হয়।
অল্প অপমানেই ক্রুদ্ধ হওয়া নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
যাদের সহায়তা প্রয়োজন তাদের পাশে না দাঁড়ানোয় বিনষ্ট হয় জীবন।
অসহায়দের ক্ষতি করার অভ্যাস থাকলে আপনার জীবন ধ্বংস হবে।
অন্যদের ক্ষতি করার ইচ্ছে মানুষের জীবন থেকে সুখ কেড়ে নেয়।