BY- Aajtak Bangla

জীবন বরবাদ করে এই ৭ ধরণের পুরুষ, এক্ষুণি সরে আসুন

04 January, 2024

নতুন বছরে নয় পুরোনো ভুল। তাই ভবিষ্যতে না ভুগতে চাইলে জেনে নিন কেমন পুরুষ আপনার জন্য রেড ফ্ল্যাগ। 

এই ধরনের পুরুষের সঙ্গে ইতিমধ্যেই যদি সম্পর্কে থাকেন, তাহলে নতুন বছরে বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে পারেন।

 আপনার বান্ধবী বা বোনের প্রাক্তন প্রেমিকের সঙ্গে খবরদার প্রেম করবেন না। এমনিতেই জীবনে জটিলতার শেষ নেই। কী দরকার নতুন করে জীবনে জটিলতা ডেকে আনার!

যে পুরুষ একবার মিথ্যা কথা বলে, প্রতারণা করে ধরা পড়েছে , তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার আগে ভাবুন। কেননা, তার এই মিথ্যা আপনি ধরতে পেরেছেন, কিন্তু এ ছাড়াও যে সে মিথ্যা বলেনি, তার কি কোনো প্রমাণ আছে? 

সব সময় মহা উৎসাহে দোষ ধরতে থাকা এসব মানুষকে আপনি খুব কমই সন্তুষ্ট করতে পারবেন। তাই বাদ দিন! 

সদা নিজেকে নিয়ে ব্যস্ত, নিজেকে প্রাধান্য দেওয়া এমন পুরুষ জীবনের জন্য, লম্বা সময় পাশে থাকার জন্য রেড ফ্ল্যাগ।

যে পুরুষ আপনাকে মা, বোন, সাবেক প্রেমিকা, অন্যের প্রেমিকা বা অন্যদের সঙ্গে তুলনা করতে থাকে।