20 November, 2024

BY- Aajtak Bangla

সত্তরেও স্ফূর্তি চান? ৪০ পেরোলেই ছেলেরা করুন এই ৮ মেডিক্যাল টেস্ট

অনিয়মের জীবনযাপন ও মশলাদার-তেলঝালের খাবারের কারণে ৪০ বছর বয়সেই শরীরে নানা ধরনের রোগ ঘিরে ফেলে। 

৪০-এর পর ৮টি টেস্ট মাস্ট।  স্বাস্থ্য এবং জেনেটিক রোগ সম্পর্কে জানা যায়।

প্রেসার টেস্ট- উচ্চ রক্তচাপ নীরবে ক্ষতি করে। হৃদরোগ, কিডনি ও গুরুতর রোগের শিকার হতে পারেন। রক্তচাপ ১২০/৮০ mmHg-এর কম হওয়া উচিত।

কোলেস্টেরল টেস্ট-হৃদরোগের ঝুঁকি বাড়ায়। লিপিড প্রোফাইল টেস্ট করান। 

সুগার পরীক্ষা- ডায়াবেটিসে হার্ট, কিডনি, স্নায়ু এবং চোখের অসুখ  হতে পারে। অতিরিক্ত তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাবের মতো লক্ষণগুলি দেখলে পরীক্ষা করান।

প্রোস্টেট ক্যান্সার স্ক্রিনিং- প্রোস্টেট ক্যান্সার পুরুষদের মধ্যে সাধারণ অসুখে পরিণত হয়েছে। PSA ও ডিজিটাল রেকটাল পরীক্ষা করান। 

ব্লাড ইউরিয়া নাইট্রোজেন- রক্তে নাইট্রোজেনের পরিমাণ দেখায় এই টেস্ট। কিডনি ঠিক আছে কিনা জানিয়ে দেয়। 

ক্রিটিনিন-রক্তে থাকা দূষিত পদার্থ ক্রিয়েটিনিনের মাত্রা জানায়। 

ইউরিক অ্যাসিড- ৪০-র পর বাড়ে ইউরিক অ্যাসিড। তাই সুস্থ থাকতে টেস্ট করান।

HbA1c-শেষ দুই থেকে তিন মাসে গড় রক্তের গ্লুকোজের মাত্রা বলে। ডায়াবেটিস আগাম বলে দেয়।