BY- Aajtak Bangla
13 OCTOBER, 2023
পুদিনা পাতা স্যালাড, ককটেল, ডেজার্টে ব্যবহার করা হয়।
পুদিনা পাতা বদহজম, পেটের সমস্যা থেকে আমাদের বাঁচায়।
পুদিনা পাতার সুগন্ধ মাথাব্যথার সমস্যায় স্বস্তি দেয়।
পুদিনা পাতা শ্বাস-প্রশ্বাসের মতো সমস্যা থেকে আমাদের বাঁচায়।
পুদিনা পাতা মানসিক চাপ কমাতে সাহায্য করে।
পুদিনা পাতা খেলে তা ভালভাবে শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে।
হজমের সমস্যা, গ্যাস বা পেট ফাঁপা হলে খান পুদিনা পাতা। নিমেষে স্বস্তি পাবেন।
পুদিনা পাতা ব্যবহার করে নানা রকমের চকোলেট ডিজার্ট বানানো হয়।
বাগানে সৌন্দর্য বাড়ায় পুদিনা পাতা।