28 December, 2024
BY- Aajtak Bangla
নারীর মন বোঝা কঠিন। তবে সমুদ্রশাস্ত্রে নারীকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। তাঁরা হলেন- পদ্মিনী, চিত্রিণী, শঙ্খিনী ও হস্তিনী।
এই চারটি শ্রেণির নারীকে কীভাবে চেনা যায় জেনে নিন।
শঙ্খিনী- অন্য মহিলাদের থেকে একটু লম্বা। কয়েকজন মোটা আবার কয়েকজন দুর্বল। নাক মোটা, চোখ অস্থির এবং কণ্ঠস্বর গম্ভীর।
কোনও কারণ ছাড়াই রেগে যান শঙ্খিনী নারী। আলাদা জগতে থাকেন। দীর্ঘায়ু হন। অন্যের পিছনে কথা বলেন।
চিত্রিনী- দেখতে খুবই সুন্দর। মাথা গোলাকার, অঙ্গ-প্রত্যঙ্গ নরম এবং চোখে চাঞ্চল্য। কণ্ঠস্বর কোকিলের মতো। চুল কালো।
স্নেহশীল। খুব দ্রুত সব কাজ করেন। ভোগের ইচ্ছা কম। মেকআপের প্রতি আগ্রহ। শ্রমের কাজ করে না। বুদ্ধিমান এবং জ্ঞানী। গান-বাজনা ও ছবি আঁকা পছন্দ।
পদ্মিনী- ভদ্র, ধর্মবিশ্বাসী ও অত্যন্ত সুন্দরী। শরীরে পদ্মের মতো গন্ধ। লম্বা হন। নরম চুল। কথাবার্তা মিষ্টি। বড় চোখ। রমণীকুলে এরাই সর্বোত্তম।
প্রথম দর্শনেই আকৃষ্ট করে। স্বামীর প্রতি অনুগত থাকেন। ঘাড় শঙ্খের মতো। সর্বদা আনন্দে থাকেন। হৃদয় মোহিত করেন।
হস্তিনী- ওজন বেশি। স্বভাব পরিবর্তনশীল। গাল, নাক, কান ও কপালের রং ফর্সা। রাগী স্বভাব।
ভোগ-বিলাসের আকাঙ্ক্ষা বেশি। প্রফুল্ল প্রকৃতির। খেতে ভালোবাসেন। অলস। স্বামীরা খুশি থাকেন না।