28 JUNE, 2024

BY- Aajtak Bangla

এই ৬ কারণেই মধ্যবিত্তরা সব খুইয়ে দেউলিয়া-সর্বস্বান্ত হয়, কী কী জানুন

যাদের কোটি কোটি টাকা আছে, তাদের সংসার চালানো নিয়ে অত চিন্তা করতে হয় না। আসল চিন্তা করতে হয় মধ্যবিত্তদেরই।

আসলে কিছু ভুলের কারণে মধ্যবিত্তরা সর্বস্বান্ত হন। এই প্রতিবেদনে সেগুলোই জানানোর চেষ্টা করছি।

ভুল জমি বা ফ্লাট কেনা: কেনার সময় আপনাকে যে জমি দেখানো হয়েছে আসলে তা হয়তো কেনাই হয়নি। আশপাশে তাকালেই এদের হাতে পথের ফকির হওয়া অনেককেই দেখবেন। একটি ভুল জমি বা ফ্লাট মানেই বাকি জীবনের কান্না।

ক্রেডিট কার্ড: নগদ টাকা বের হয়ে যাওয়ার সময় যেমন মন খচখচ করে করে ক্রেডিট কার্ড দিয়ে কেনার সময় তা করে না। তাই সব কিছু কিনে ফেলতে ইচ্ছে করে।

অতিরিক্ত মুনাফার লোভ: যখন কোনও প্রতিষ্ঠান বাজারে প্রচলিত বা সরকার নির্ধারিত সর্বোচ্চ মুনাফা বা সুদের চাইতে বেশি অফার করে তখনই সে প্রতিষ্ঠানে লাল পতাকা কল্পনা করবেন।

শেয়ার বাজার: না বুঝে শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করলে লসই খাবেন।

না জেনে-বুঝে ব্যবসা: ব্যাবসা যদি নিজে বোঝেন তাহলে করবেন, না বুঝে লাভের আশায় ব্যবসা খুলবেন না।

অন্ধ প্রতিযোগিতা: আমাদের একটা বাজে অভ্যাস হল অন্যদের সঙ্গে অন্ধ প্রতিযোগিতা। ফলাফল হচ্ছে, পায়ের নীচের মাটি সরে যাওয়া। ইঁদুর দৌড়ের কারণে যখন জীবনে ঘোর বর্ষা নামবে তখন হাতে ছাতা থাকবে না।

তাহলে কী করবেন? উপরের কোনওটি নিয়েই বেশি বাড়াবাড়ি করবেন না। তাতে টাকাও নিরাপদ থাকবে, আপনিও নিরাপদ থাকবেন।