11 August, 2024

BY- Aajtak Bangla

মেয়েদের হেস্টেলে ঘটে এসব ঘটনা, জানলে মাথা ঘুরে যাবে

মেয়েদের হেস্টেলে ঘটে এসব ঘটনা, জানলে মাথা ঘুরে যাবে

গার্লস হোস্টেল এমন একটি জায়গা, যেখানে স্বাধীনতার স্বাদ প্রথমবার পায় মেয়েরা

সেলফি টাইম: সেলফি তোলা হল হোস্টেলের মেয়েদের জন্য সেরা টাইম-পাস। সেলফি বা কখনও গ্রুপফি এখানে প্রতিদিন চলে।

সম্পর্কের দর্শন: বাড়ি থেকে দূরে থাকা মেয়েদের জন্য রুমমেট হল সবচেয়ে বড় মেন্টাল সাপোর্ট। যদি কখনও ব্রেকআপ হয়, কেউ জ্ঞান দিতে মিস করেন না।

প্রতিদিন মেয়েরা রোগা হওয়ার বিষয়ে সিরিয়াস আলোচনা করে। ডায়েট, ব্যায়াম সবকিছু নিয়েই চলে তর্ক।

খাবার নিয়ে অসন্তোষ: প্রতিদিন হোস্টেলে আলোচনার বিষয় খাবার। কখনও ডাল সেদ্ধ না হওয়া আবার কখনও সবজি ঠিকভাবে রান্না না হওয়া নিয়ে অসন্তোষ।

ফোনে কথা বলা: পুরো হোস্টেলের প্রতিটি কোণে মেয়েদের ফোনে কথা বলতে দেখা যায়। দু-চার মিনিট নয়, রাত থেকে চলে সকাল পর্যন্ত।

অনলাইন শপিং: মেয়েদের মধ্যে অনলাইন কেনাকাটার উন্মাদনা খুব বেশি। কেউ কোনও জিনিসের কথা বললেই সবার ফোনে সার্চ শুরু হয়ে যায়।

জামাকাপড় বিনিময়: প্রতিদিন সকালে মেয়েরা চিন্তা করে যে আজকে কী পরব। পাওয়া না গেলে, অন্যের ওয়ারড্রোবে হানা। এখান থেকেই শুরু হয় পোশাক বিনিময়।

রুম ডেকোরেশন:প্রায় অনেক মেয়ে এমন করে করে যেন তাদের এখানেই সারাজীবন হোস্টেলেই কাটাবে। তাই ঘরের সাজসজ্জায় পরিবার এবং বন্ধুদের ছবি রাখা খুবই সাধারণ ব্যাপার।

নাচ এবং মডেলিং সেশন: মিস ওয়ার্ল্ডের মুকুট না পেলেও, হোস্টেলের ভিতরে কেউ নিজেকে ঐশ্বরিয়া রাই বলে মনে করেন। সবচেয়ে সুন্দর দৃশ্য হল নাচ এবং মডেলিং, যা ডিনারের পরে শুরু হয়।

ক্যাট ফাইট: মেয়েদের হোস্টেলে ঝগড়া সাধারণ বিষয়, কিন্তু একবার কারও সঙ্গে ঝগড়া হলে, সব কিছুতেই প্রতিবাদ চলতে থাকে।