21 JANUARY, 2025

BY- Aajtak Bangla

 ৫০ পেরোলেও মহিলাদের কমবে না যৌবন, এই পানীয়ে তুঙ্গে থাকবে উত্তেজনা

বয়স ৫০ পেরোলে যৌনতায় অনীহা আসতে শুরু করে। তবে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া যে একেবারে বন্ধ হয়ে যায় তা কিন্তু নয়।

 ৫০ পেরোনো অনেক মহিলাই নানা কারণে যৌনক্রিয়ার সময়ে অল্প বয়সের মতোই উত্তেজনা বোধ করেন না।

ঋতুবন্ধের পর যৌনতা নিয়ে আগ্রহ কিছুটা কমে আসতে শুরু করে অনেক মহিলার। বয়স ৫০ পেরোলে সাধারণত ঋতুবন্ধ হয়ে যায়।সন্তানধারণের ক্ষমতা‌ না থাকায় তখন শারীরিক সম্পর্ক নিয়ে আলাদা করে কোনও চাহিদা থাকে না।

তাছাড়া একা হাতে সব দায়িত্ব সামলে শারীরিক‌ ও মানসিকভাবেও সঙ্গমের চাহিদা ও উত্তেজনা হারিয়ে যায়।

এই চাহিদাকে আবার ফিরিয়ে আনতে সিদ্ধহস্ত এই পানীয়। বয়স চল্লিশ পেরোলেই সপ্তাহে অন্তত তিনদিন সকালে খালি পেটে এই জুস খেলে আপনার পুরনো চাহিদা ও উত্তেজনা ফিরে আসবে।

মিক্সারে এক থোকা লাল আঙুর নিন। সঙ্গে একে একে একটি করে গোটা পাতিলেবু ও আপেল কেটে টুকরো করে দিয়ে দিন। আর দিন কিছুটা ক্র্যানবেরি।

সমস্ত উপকরণগুলো গ্ৰাইন্ড করে নিন। ছেঁকে নিয়ে কাচের বোতলে ভরে রাখুন যেটিতে মাপ করে দেওয়া রয়েছে।

আপেল রয়েছে লুব্রিকেন্ট বৃদ্ধির ক্ষমতা যা সঙ্গমের সময় ভ্যাজাইনাতে পিচ্ছিলকারক অনুভূতি বজায় রাখতে সাহায্য করে ও ব্যথার উপশম করে।

লেবুতে উপস্থিত প্রাকৃতিক ভিটামিন সি যৌন উত্তেজনা বৃদ্ধি করে, ক্র্যানবেরির জুস ইউটিআই অর্থাৎ মূত্রনালীর ইনফেকশন থেকে রক্ষা করে। বয়সের ছাপ পড়তে দেয় না ও প্রানবন্ত রাখে সারাক্ষণ।

সারাদিনে ১০ আউন্স খেতে পারেন এই ম্যাজিকাল জুস।আপনার হারিয়ে যাওয়া যৌন উত্তেজনা ও ইচ্ছে নিমেষেই ফেরত আসবে।

বয়স বাড়লে শরীরচর্চার অভ্যাসেও ছেদ পড়ে। এই জুস খাওয়ার সঙ্গে অভ্যাস রাখুন শরীরচর্চাতেও। সঙ্গমে লিপ্ত হতে গেলে শুধু অনুভূতি থাকলে চলবে না, শারীরিক ভাবে ফিট থাকাও জরুরি। ভাল ফলাফল পেতে দু'বেলা খান এই শক্তিবর্ধক পানীয়।